বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ৪, ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৩ ফেব্রুয়ারি দৈনিক জন্মভূমিতে প্রকাশিত বটিয়াঘাটা পশুর নদী ভরাটি জমি দখল নিতে মরিয়া প্রভাবশালী মহল শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলী আবরার শিনু।
বিবৃতি তিনি বলেন, সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি তালিকাভুক্ত সন্ত্রাসী চক্র এলাকায় জোরপূর্বক ঘের দখলের প্রচেষ্টার অংশ হিসেবে ভুল তথ্য পরিবেশন করে এ ধরনের সংবাদ পরিবেশন করেছে। যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় এ ধরনের সংবাদ প্রচারে যে তথ্য সরবরাহ করা হয়েছে তা তাদের হীন স্বার্থ চরিতার্থের অপচেষ্টা মাত্র। 
চক্রটি দীর্ঘদিন যাবত অন্যের জমি দখল ভূমিহীনদের অর্থ আত্মসা সহ নানা অপকর্মের মাধ্যমে ঘের দখলের যে মহোৎসবে মেতে ছিল তা ৫ জুলাইয়ের ছাত্র গণ বিপ্লবের পর নস্যাৎ হওয়ার উপক্রম হওয়ায় এই ধরনের অপকৌশলের আশ্রয় নিয়েছে। 
এ ব্যাপারে চক্রটি বাদী হয়ে বটিয়াঘাটা সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেও যথাসময়ে উপস্থিত না হয় জনমনে তাদের বৈধতা নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে। 
সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
0 Comments